বগুড়ায় পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিরা মধ্যপাড়া এলাকা থেকে র্যাবের অভিযানে গত মঙ্গলবার(২৭শে ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে বগুড়া র্যাব- ১২।
গ্রেফতারকৃত আসামি হলো, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ভাবনচুর (সরাতিস্তা) এলাকার মৃত জাফরের ছেলে দুলু মিয়া (৩৪)।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারেন, নীলফামারী থেকে বগুড়া শেরপুরের উদ্দেশ্যে একটি মোটরসাইকেল যোগে এক মাদক কারবারী নেশাদ্রব্য গাঁজা পরিবহন করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস টিম বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ-সময় সন্দেহজনক ভাবে একটি মোটরসাইকেলে তল্লাশি করলে ৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন আরোও বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এর আগেও বগুড়ার শিবগঞ্জ থানায় একটি মাদক মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শাজাহানপুর থানায় পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই