পাঁচবিবিতে মহিলা আওয়ামীলীগের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
আওয়ামীলীগের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পাঁচবিবি উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে পাঁচমাথা পৌর পার্কে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাসুদা পারভীন ঝর্না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, মোহাম্মদপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি আসমা আক্তার খুশি, আওলাই ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ফেন্সি আক্তার সহ আরো অনেকে।
এর আগে পাঁচবিবি পাঁচমাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি র্যালী শহর প্রদিক্ষণ করেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
কোন মন্তব্য নেই