শিরোনাম

সাতক্ষীরার কালিগঞ্জে ফেনসিডিল সহ এক কিশোর আটক - Chief TV - চিফ টিভি

সাতক্ষীরার কালিগঞ্জে ফেনসিডিল সহ এক কিশোর আটক - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

এস এম তাজুল হাসান সাদ, জেলা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় ১৭ পিস ভারতীয় ফেনসিডিল ও মোটরসাইকেলসহ মাছুম বিল্লাহ (১৭) নামের এক কিশোরকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ। আটককৃত ওই কিশোর কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পশ্চিম সেহারা এলাকার সিদ্দিক গাজীর ছেলে ।

কালিগঞ্জ থানা সুত্রে জানা যায়, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ার) রাত ৯টার দিকে থানার এসআই প্রদীপ এর নেতৃত্বে এএসআই সুমন সংগীয় ফোর্স উপজেলার নলতা শরীফ মোড়ে অবস্থান নেওয়া কালীন সময়ে কালিগঞ্জের দিক থেকে ক্ষিপ্রো গতিতে ধেয়ে আসা একটি লাল কালারের ডায়ং-৮ মোটরসাইকেল ( যশোর ১৫-৭৫০১) এর প্রতি সন্দেহ হলে তার গতিরোধ করে তল্লাশি করলে বিশেষ কৌশলে মোটরসাইকেলের সাইড বক্সে রাখা ১৭ পিচ ফেনসিডিলসহ তাকে হাতেনাতে আটিক করে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানিয়েছে, আটককৃত কিশোরকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে যশোর সংশোধনাগারে প্রেরণ করা হয়।

কোন মন্তব্য নেই