শিরোনাম

চালিতাডাঙ্গা বেগম বশীরুন্নেছা (বিবিএন) উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় - Chief TV - চিফ টিভি

চালিতাডাঙ্গা বেগম বশীরুন্নেছা (বিবিএন) উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চালিটাডাঙ্গা বেগম বশীরুন্নেছা (বিবিএন) উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৪ ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ বিদায় অনুষ্ঠিত হয়। কামাল পাশা পাভেলের সন্ধালনায় এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ে প্রতিষ্ঠা কালীন সদস্য নজরুল ইসলাম (মাস্টার) এবং স্বাগত বক্তব্য রাখেন বিদ্য়ালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। 

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা উদ্দেশ্য ৭ম,৮ম, ও ৯ম, শ্রেণীর মানপত্র পাঠ ও পরে বিদায়ী বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থীরা।আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের,  লিটন, এরশাদ আলী, আবু রায়হান ধর্ম শিক্ষক মৌলভী বেলাল হোসেন। 

এসময় বিদায়ী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এর আগে ৬ষ্ঠ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। 

পরে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এবং শিক্ষকরা মিলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের মাধ্যমে পরীক্ষার্থীদের বিদায় সম্পন্ন হয়।

কোন মন্তব্য নেই