শিরোনাম

যশোরের শার্শায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত - Chief TV - চিফ টিভি

যশোরের শার্শায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

মিলন কবির, শার্শা (যশোর) প্রতিনিধিঃ 

যশোরের শার্শায় ইজিবাইকের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল বলে স্থানীয়রা জানান। 

শুক্রবার দুপুরে উপজেলার জামতলা বালুন্ডা সড়কের টেংরা ছবেদা তলার মোড়ে ঘটনাটি ঘটেছে বলে জানান বাগআচড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড মেম্বর মোজাম গাজি।

নিহত শিশু সালাউদ্দিন (৭) বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের আকরম আলির ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে ইউপি সদস্য মোজাম গাজি বলেন, জুম্মার নামাজ পড়ার জন্য শিশুটি পাশের বাড়ির অপর এক শিশুর সাথে মসজিদে যাচ্ছিল। এসময় জামতলা বাজার থেকে ছেড়ে আসা বালুন্ডা অভিমুখি একটি ব্যাটারি চালিত ইজিবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়।

এতে শিশুটি মাথায় আঘাত প্রাপ্ত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা বলেন। পরে ঢাকায় নেওয়ার পথে সন্ধায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকা জুড়ে এখন শোকের মাতম চলছে।

কোন মন্তব্য নেই