শিরোনাম

পাঁচবিবিতে নারীদের সেলাই মেশিন বিতরণ করলেন, বসুন্ধরা শুভ সংঘ - Chief TV - চিফ টিভি

পাঁচবিবিতে নারীদের সেলাই মেশিন বিতরণ করলেন, বসুন্ধরা শুভ সংঘ - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

]দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

আজ শুক্রবার বিকেলে পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে ২০জন অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশের বিশিষ্ট লেখক ও কথা সাহিত্যিক দৈনিক কালের কন্ঠের প্রধান নির্বাহী সম্পাদক ইমদাদুল হক মিলন।

সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি নাহিদ এন্টারপ্রাইজের প্রো: মোঃ তাইজুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা ও কালের কন্ঠের পাঁচবিবি প্রতিনিধি সুমন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক আরাফাত মন্ডল প্রমূখ। 

প্রধান অতিথি  বলেন, বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে সারা বাংলাদেশে অসচ্ছল নারীদের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে আমরা ৬ মাসের প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণ শেষে আজ আমরা এই পাঁচবিবি উপজেলার ২০ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান করলাম।

কোন মন্তব্য নেই