শহীদ মনসুর আলী স্মৃতি ভলিবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
ভাষা শহীদ ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আয়োজিত শহীদ মনসুর আলী স্মৃতি ভলিবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কাজীপুর উপজেলার সোনামুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে নবজাগরণী ক্রীড়া সংঘের আয়োজনে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলো শক্তিশালী বগুড়া সদর স্পোর্টিং ক্লাব বনাম শক্তিশালী কাজীপুর মাষ্টার্স স্পোর্টিং ক্লাব।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন কাজীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। খেলায় ১০০/৬৭ পয়েন্টে বগুড়া সদর স্পোর্টিং ক্লাব কে হারিয়ে কাজীপুর মাষ্টার্স স্পোর্টিং ক্লাব জয়ী হয়েছে।
এসময় ভলিবল খেলায় মাঠে উপস্থিত ছিলেন উপজেলার কাজীপুর পৌরসভার মেয়র ও কাজীপুর উপজেলার আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেফাজ উদ্দিন মাস্টার, সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খাঁন, গান্ধাইল ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন, সোনামুখী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার সহ ইউনিয়ন আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
কোন মন্তব্য নেই