শিরোনাম

বগুড়ায় ৬৯ বোতল ফেন্সিডিল সহ ৫ জন আটক - Chief TV - চিফ টিভি

বগুড়ায় ৬৯ বোতল ফেন্সিডিল সহ ৫ জন আটক - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

সাকিবুর রাইয়ান, স্টাফ রিপোর্টারঃ

র‍্যাব ১২ বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া পৌর শহরের  ৪নং ওয়ার্ড এর চকসূত্রাপুর (চামড়াগুদাম) এলাকার মেরিনা পোল্ট্রি এ্যান্ড ডেইরী ফার্ম এর উত্তর পাশে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে ৬৯ বোতল ফেন্সিডিল সহ ৫ জন আসামীকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে (১৮ ফেব্রুয়ারি) রাএী ৮ ঘটিকার সময় ও (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩.৩০ মিনিটে উক্ত এলাকায় র‍্যাব ১২ তাদের এই অভিজান পরিচালনা করেন। এসময় আসামী বগুড়া সদর থানাধীন কামারগাড়ীর মৃত হাফিজার রহমান ছেলে রাহাত হোসেন (৪২), গাবতলী উপজেলার সুখানপুকুরের সাজু মিয়ার ছেলে বিপ্লব মিয়া (২৭), গাবতলী উপজেলার সুখানপুকুরের মৃত জবেদ আলী প্রামানিকের ছেলে রঞ্জু মিয়া (৩৬), বগুড়া সদর থানাধীন পূর্ব পালশা গ্রামের মৃত আবু বক্করের ছেলে নুর আমিন (৩৪) ও সারিয়াকান্দি উপজেলার ধাপ কালতলা এলাকার মৃত শহিদুলের ছেলে সালাউদ্দিন (২৮) কে ৬৯ বোতল ফেন্সিডিল, সহ গ্রেফতার করে। এসময় তাদের কাছে থাকা ০৬ টি মোবাইল, ০৬ টি সীম, ও নগদ ১৪৫৮৫/- টাকা উদ্ধার করে র‌্যাব ১২ বগুড়া। 

১৯ ফেব্রুয়ারি আজ সোমবার দুপুরে এক প্রেস বিঙ্গপ্তিতে এসব তথ্য জানান র‌্যাবের কোম্পানী কমান্ডার, পুলিশ সুপার, মীর মনির হোসেন সিপিএসসি, র‌্যাব-১২, বগুড়া । তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই