ভুয়া কাজি দিয়ে বিয়ে, পেটে বাচ্চা অতঃপর র্যাবের হাতে আটক প্রতারক স্বামী - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
সাকিবুর রাইয়ান, স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলার সারিয়াকান্দি থানার জাম খলচবর কাজলা ইউনিয়নে শাহজালাল বাজার এলাকায় একজন মহিলাকে মোঃ আনার শেখ (৩২) গত ২১ অক্টোবর ২০২২ ইং তারিখে ভুয়া কাজী ও স্বাক্ষীর সহযোগিতায় বিয়ে করেন।
এমতাবস্থায় গত ১৭ অক্টোবর ২০২৩ ইংরেজি তারিখে নারীর গর্ভে একটি পুত্র সন্তান জন্মলাভ করে।
পরবর্তীতে ভিকটিমের স্বামী বিয়ে এবং পুত্র সন্তানকেও অস্বীকার করে। উপরন্ত বাচ্চাটাকেও হত্যার হুমকি দেয়।
ভিকটিম উক্ত ঘটনায় কোর্টে অভিযোগ দায়ের করেন এবং কোর্টের নির্দেশ মতো ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
এই মামলাটির প্রেক্ষিতে র্যাব-১২ সিপিএসসি, বগুড়া তদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী শুরু করে।
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত্রি ১০.৫০ র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানার অন্তর্গত তিনমাথা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আনার শেখ (৩২) কে গ্রেফতার করেন।
এ বিষয়ে র্যাব ১২ কোম্পানী কমান্ডার, মীর মনির প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ আনার শেখ (৩২) বগুড়া জেলার সারিয়কান্দি থানার জামথল চর এলাকার মৃত আব্দুল হাকিম শেখ এর ছেলে।
অভিযুক্ত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়।
আসামি গ্রেফতার এর পর ভুয়া কাজি'র বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোন মন্তব্য নেই