শিরোনাম

বগুড়ায় ২০০ গ্রাম ওজনের তক্ষক উদ্ধার, আটক ১ - Chief TV - চিফ টিভি

বগুড়ায় ২০০ গ্রাম ওজনের তক্ষক উদ্ধার, আটক ১ - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

সাকিবুর রাইয়ান, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার গাবতলীতে রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি অভিজানে তক্ষকসহ লেবু মিয়া নামের এক চোরাচালান চক্রের সদস্যকে আটক করেছে গাবতলী থানা পুলিশ।

জানা যায়, বগুড়া জেলার গাবতলী থানার পূর্বপাড়া এলাকায় লেবু মিয়ার বাড়িতে তক্ষক চড়া মূল্যে কেনা বেচা হচ্ছে। পরে সেখানে অভিযান চালালে তক্ষকসহ লেবু মিয়াকে আটক করে গাবতলী থানা পুলিশ।

লেবু মিয়া গাবতলী পূর্বপাড়ার মৃত শামসুল ফকিরের ছেলে।

উদ্ধারকৃত তক্ষকটির দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং ওজন অনুমান ২০০ গ্রাম।

এ বিষয়ে গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, অভিজান পরিচালনা কালে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লেবু মিয়া জানান, চোরাচালান চক্রের হোতা তিনি। তার সঙ্গে আরও সদস্য রয়েছে। 

আদালতের অনুমতি সাপেক্ষে তক্ষকটি বন বিভাগের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোন মন্তব্য নেই