শিরোনাম

ট্রাকের চাকা ফেটে চালকের মৃত্যু - Chief TV - চিফ টিভি

ট্রাকের চাকা ফেটে চালকের মৃত্যু - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

সাকিবুর রাইয়ান, স্টাফ রিপোর্টারঃ

বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার তেঘরি এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাকা ফেটে উজ্জ্বল মোল্লা (৪২) নামের ট্রাক চালকের মৃত্যু হয়েছে। মৃত উজ্জ্বল পাবনার ফরিদপুর থানার কালিয়ান গ্রামের তোরাফ মোল্লার ছেলে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে আনুমানিক সাড়ে ৪ টায় এদুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাবনাগামী পাথরবোঝাই একটি ট্রাক বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার তেঘরি এলাকায় পৌঁছালে চাকা পাংচার হয়ে যায়। পরে গাড়ির চালক উজ্জ্বল মোল্লা নতুন একটি চাকা লাগাচ্ছিলেন। এসময় অন্য চাকাটি ফেটে গেলে লোহার পাতের আঘাতে তিনি ছিটকে পড়েন।

তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বলেন, চাকা ফেটে গাড়ির চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

কোন মন্তব্য নেই