বাবার লাঠির আঘাতে প্রাণ গেল মেয়ের - Chief TV - চিফ টিভি
চিফ টিভি, ডেস্কঃ
রাজবাড়ীর পাংশার মৌরাটে বাবার লাঠির আঘাতে পাখিলা আক্তার পাখি (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই তরুণীর বাবা কালাম মিয়া ওরফে কালুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
নিহত পাখি উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাতী গ্রামের কালাম মিয়া ওরফে কালুর মেয়ে। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
গতকাল রাতে পারিবারিক কলোহের জেরে পাখিকে বকা দেন তার বাবা কালু। এতে সে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছিল। সেসময় তার বাবা কিছু একটা দিয়ে পেছন থেকে আঘাত করলে মাটিতে পড়ে যায় পাখি।
পরে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ঘাড়ের পেছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাখি গতবার এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়। প্রেমঘঠিত কারণে গতকাল তার বাবা তাকে মারধর করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন মজুমদার গণমাধ্যমকে বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। তবে ওই মেয়ের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছেন।
কোন মন্তব্য নেই