শিরোনাম

শৈলকুপায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা, স্কুল শিক্ষক নিহত - Chief TV - চিফ টিভি

শৈলকুপায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা, স্কুল শিক্ষক নিহত - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতীকী

বসির আহাম্মেদ, জেলা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে শৈলকুপা উপজেলার মোদনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে উপজেলার হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুল ইসলাম মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিলো। পথে শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের ওই স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে শৈলকুপায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই