শিরোনাম

পাঁচবিবিতে ইয়াবা সহ গ্রেফতার হলো ৩ জন মাদক ব্যবসায়ী - Chief TV - চিফ টিভি

পাঁচবিবিতে ইয়াবা সহ গ্রেফতার হলো ৩ জন মাদক ব্যবসায়ী - Chief TV - চিফ টিভি


দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

পাঁচবিবিতে র‍্যাবের অভিযানে ৩৫ পিচ ইয়াবা সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

র‍্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাটের ১টি চৌকস আভিযানিক দল আজ সোমবার গভীর রাতে পাঁচবিবি থানার বাগজানা এলাকায় অভিযান চালিয়ে উক্ত এলাকার মোঃ আসমান আলীর পুত্র মাদক ব্যবসায়ী মোঃ সজিব হোসেন (২৩), মোঃ সাহেব আলী সাবুর পুত্র মোঃ বিল্লাল হোসেন (২০) ও সুরেন কর্মকারের পুত্র শ্রী অনন্ত কর্মকার (১৬) কে ৩৫ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী সজিব ১জন চিহ্নিত মাদকব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিল্লাল ও অনন্ত এর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। 

এ ব্যাপারে পাঁচবিবি থানায় আসামীদের সোপর্দপূর্বক মাদক আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই