শার্শায় ইউএনও এবং সাংবাদিকদের সাথে ভুল বোঝাবুঝির অবসান-Chief TV-চিফ টিভি
মিলন কবির,শার্শা, প্রতিনিধিঃ
শার্শা,বেনাপোল ও বাগআঁচড়া সাংবাদিকদের সাথে উপজেলার নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সাথে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।পরে বিষয়টি ভিন্ন দিকে রূপ ন্যায়।
ঘটনাটি দীর্ঘদিন অতিবাহীত হওয়ার ফলে শার্শা উপজেলার সুনামের কথা চিন্তা করে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মঞ্জুর সমন্বয়ে বৃহস্প্রতিবার বিকাল ৪টায় সাংবাদিকদের সাথে নিবার্হী কর্মকর্তার রুমে বসে টানা ২ঘন্টা আলাপ আলোচনার মধ্যে দিয়ে ভুল বুঝাবুঝির অবসান ঘটে।
পরে একে ওপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হন নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী ও সাংবাদিকবৃন্দ।
কোন মন্তব্য নেই