সোনাতলায় ৩ দিন ব্যাপী একুশে বইমেলার উদ্বোধন - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
মামুন, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া সোনাতলার উপজেলা বঙ্গবন্ধু চত্তরে ৩ দিন ব্যাপী অমর একুশে বইমেলার আয়োজন করা হয়েছে । ২১ ফেব্রুয়ারি বুধবার বিকেলে বগুড়া -১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান (এমপি) ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতেই মেলার আয়োজক কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং বরন শেষে সবাই মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন।
একুশে বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন এর সভাপতিত্বে আয়োজিত বইমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া -১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান (এমপি)।
আলোর প্রদীপ সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক মন্ডল, থানাপর অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, এমপি পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল।
অনুষ্ঠানে বই পড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন। এছাড়াও আগামী বই মেলা উৎসব আরো জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত করা হবে বলে জানানো হয়। সুধু তাই নয় সকলকে বই পড়া এবং বই কেনার পরামর্শ দেন তারা।
মেলায় দলীয় সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী, লেখক এবং দুর দুরান্ত থেকে আসা পাঠকেরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই