শিরোনাম

বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৬ জুয়ারী আটক - Chief TV - চিফ টিভি

বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৬ জুয়ারী আটক - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

ইমরান আকন্দ, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ঝটিকা অভিযানে ৬ জন জুয়ারীকে আটক করা হয়েছে।

(২২ ফেব্রুয়ারি) রাতের শুরুতে আনুমনিক ২.৪০ ঘটিকার সময় বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকায় ডিবি পুলিশ অভিযান চালায়, উক্ত অভিযানে ছয় জন জুয়ারী কে হাতেনাতে আটক করে পুলিশের চৌকস একদল গোয়েন্দা (ডিবি২)। এসআই আবু রায়হান সঙ্গীয় অফিসার ফোর্স সহ এ অভিযান পরিচালনা করেন। 

এ সময় পাখিমারা এলাকার মোঃ শাহাবুদ্দিনের ছেলে মোঃ রবিজল মিয়া(৩৮), মৃত নাদের হোসেনের ছেলে মোঃ বিল্লাল (৩৬), মোঃ আঃ ওয়াহিদের ছেলে মোঃ নুর ইসলাম (৩৫), মোঃ গোলাপ হোসেনের ছেলে মোঃ ফেরদৌস মিয়া (২৮), মৃত লাল মিয়ার ছেলে মোঃ শাহজাহান (৩২), মৃত ওমর আলীর ছেলে মোঃ শুকুর আলী (৪৩) কে জুয়া খেলার সরঞ্জামদিসহ গ্রেপ্তার করা হয়েছে। 

এ বিষয়ে (ডিবি ২) এর অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা আমাদেরকে ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ৬ জন জুয়ারীকে আটক করে বকশীগঞ্জ থানায় প্রেরন করা হয়েছে। যথারীতি নিয়মে তাদের নামে থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।

কোন মন্তব্য নেই