শিরোনাম

নানার বাড়িতে গিয়ে বাড়ি ফেরেনি সোনালী - Chief TV - চিফ টিভি

নানার বাড়িতে গিয়ে বাড়ি ফেরেনি সোনালী - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

সুমন হোসেন, (বগুড়া) ধুনট প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট উপজেলা হতে সোনালী খাতুন নামে এক কিশোরী হারিয়ে গেছে। তার বয়স ১৪ বছর। তার উচ্চতা- ৪’৮”, গায়ের রং- শ্যামলা, মুখমন্ডল গোল গাল, পড়নে ছিল সবুজ ও ছাই কালারের বোরকা। 

তিনি গত ১৪ ফেব্রুয়ারী ২০২৪ সকাল ১১ টার দিকে নানার বাড়ি ধুনট উপজেলার রামনগর গ্রাম হতে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামে যাবার উদ্দেশ্য বের হয়। পরে সোনালি খাতুনের মা মারুফা আক্তার মেয়ের খোজ নিতে সোনালির বাবার বাড়িতে ফোনে খোজ নিলে তারা জানায় সোনালী খাতুন তাদের বাড়িতে যায় নাই। 

তখন থেকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কোন সহৃদয়বান ব্যক্তি ছবির কিশোরীর সন্ধান জেনে থাকলে কিশোরীর চাচার এই ০১৭২৪৩০৫৩৩৭ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।

কোন মন্তব্য নেই