বগুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যাক্তি নিহত! পরিচয় শনাক্তে ডিএনএ সংগ্রহ - Chief TV - চিফ টিভি
সাকিবুর রাইয়ান, স্টাফ রিপোর্টার, চিফ টিভিঃ
পড়নে ফুলপ্যান্ট, চেক জ্যাকেট ও হলুদ কালো রংয়ের গেঞ্জি। এমনই পরিধেয় পোশাকে অজ্ঞাতও এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলো স্টেশনের দিকে। হঠাৎই ধেয়ে আসা ট্রেনের ধাক্কায় পড়ে যান তিনি।
বলছি, গত শনিবার সন্ধা ৭ টার দিকে (৩ফেব্রুয়ারী) বগুড়া জেলার আদমদিঘী থানার নশরতপুর রেলওেয়েতে ঘটা ঘটনার কথা।
প্রত্যক্ষদর্শীরা জানান , গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি রেললাইনের পাশ ঘেঁষে হেঁটে নসরতপুর স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় সান্তাহার থেকে বোনারপাড়াগামী লোকাল ট্রেনের ধাক্কায় তিনি পড়ে গিয়ে মারা যান।
নিহত ব্যক্তির পড়নে ফুলপ্যান্ট, চেক জ্যাকেট ও হলুদ কালো রংয়ের গেঞ্জি ছিল। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, আজ রবিবার (৪ ফেব্রুয়ারী) অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৬৫ বছর। এছাড়া লাশের পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ সংগ্রহ করা হয়েছে।
কোন মন্তব্য নেই