তুরাগতীরের ইজতেমায় আখেরি মোনাজাত শেষ! সড়কে ঘরমুখি মুসল্লির স্রোত - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ সংগৃহীত |
চিফ টিভি, ডেস্কঃ
তুরাগতীরের ইজতেমার আখেরি মোনাজাত শেষ হয়েছে। লাখো মুসল্লি এতে অংশ নিয়েছেন।
তুরাগের আশে পাশে যে যেখানে রয়েছেন সবাই এই মোনাজাতে শরীক হয়েছিলেন। লাখো মুসল্লি একসঙ্গে ঘরমুখি হওযায় সড়কে মানুষের স্রোত নেমেছে। মোনাজাতের সুবিধার জন্য গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। এতে ভোগান্তি সৃষ্টি হয়েছে। গাড়ির সংখ্যা অপ্রতুল হওয়ায় আশ-পাশ সড়কে অবস্থান নিয়েছেন ঘরমুখি মুসল্লিরা। তবে অনেকেই গাড়ির জন্য অপেক্ষা না করে পায়ে হেটেই রওনা দিয়েছেন।
রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মোনাজাত শেষ হওয়ার পরেই সড়ক, ট্রেন এবং নৌপথে ঘরমুখি মানুষের ভিড় দেখা গেছে। আয়োজকরা ধারণা করছেন আখেরি মোনাজাতে প্রায় ৪০ লাখ মুসল্লি অংশ নিয়েছেন।
টঙ্গীর ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার ভোর থেকেই মুসল্লিদের ঢল নেমেছিল। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম গণমাধ্যমকে জানান, আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় প্রায় সাত হাজার পুলিশ নিয়োজিত আছে। এছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশেও পুলিশ মোতায়েন রয়েছে। মুসল্লিরা যাতে খুব দ্রুত এবং নিরাপদে ময়দান ত্যাগ করতে পারেন সেজন্য বাস, ট্রেনসহ সব ধরনের যানবাহনের ব্যবস্থা করা হয়েছে।
এবারের ইজতেমায় ৭২ যুগলের যৌতুকবিহীন বিয়ে অন্যতম আকর্ষণ ছিল। ইজতেমার দ্বিতীয় দিন শনিবার (৩ ফেব্রুয়ারি) আসরের পর এই বিয়েগুলো পরানো হয়।
উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে এবং বর-কনের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে মোহর ফাতেমীর নিয়মানুযায়ী মোহরানা ধার্য করা হয় দেড় শ তোলা রুপা বা এর সমমূল্যের অর্থ। বিয়ের পর মোনাজাত করে নবদম্পতিদের সুখী জীবন কামনা করা হয় এবং মঞ্চের আশপাশে মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর বিতরণ করা হয়।
এই বিয়ে পড়ান ভারতের মাওলানা জোবায়রুল হাসান। বিয়ের একজন বর বরিশালের ব্যবসায়ী ফাইজুল হক বলেন, খুব ইচ্ছে ছিল বিশ্ব ইজতেমায় এসে বিয়ে করার। আজ সেই আশা পূরণ হলো।
কোন মন্তব্য নেই