শিরোনাম

শেরপুরের শ্রীবরদীতে ১ যুগ পূর্তিতে স্কুল কতৃক আয়োজিত ২ দিন ব্যাপি ক্রিয়া প্রতিযোগিতা - Chief TV - চিফ টিভি

শেরপুরের শ্রীবরদীতে ১ যুগ পূর্তিতে স্কুল কতৃক আয়োজিত ২ দিন ব্যাপি ক্রিয়া প্রতিযোগিতা - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি
শাওন আহাম্মেদ,স্টাফ রিপোর্টারঃ

শেরপুরের শ্রীবরদী তে  সাফল্যর ১ যুগ পূর্তি উপলক্ষে মিশু মডেল একাডেমিক স্কুল কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপি ক্রিড়া  প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ এর অনুষ্ঠানের সাবাইকে শুভেচ্ছা।

এ সময় উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানের  প্রধান অতিথি জনাব মো: জুয়েল আকন্দ চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) উপজেলা পরিষদ শ্রীবরদী শেরপুর, উদ্বোধক জনাব মো: আবু রায়হান সার্বিক সত্ত্বাবধুায়ক,মিশু মডেল একাডেমিক স্কুল।আরফান আলী,এম,এ প্রধান শিক্ষক মিশু মডেল একাডেমি স্কুল।মধ্যমণি জনাব মো: রবিউল ইসলাম সরকার, প্রতিষ্ঠাতা মিশু মডেল একাডেমিক স্কুল। আমন্ত্রিত অতিথি ফিরোজ আহাম্মেদ, উপসহকারী প্রকৌশলী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন ও উপদেষ্ট মিশু মডেল একাডেমিক স্কুল। প্রিয় অতিথি বাবেয়া বসরী মিশু সভাপতি, মিশু মডেল একাডেমিক স্কুল।বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম,মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।

এ সময় উপস্থিত ছিলেন মিশু মডেল একাডেমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন শামীম আহাম্মেদ জুয়েল, নবনির্বাচিত সভাপতি,গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়।আজিজুর রহমান আউরংগ,সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কাকিলাকুড়া ইউনিয়ন শাখা। নাজমুল হুদা সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কাকিলাকুড়া ইউনিয়ন শাখা। নুর ইসলাম   বাংলা সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কাকিলাকুড়া ইউনিয়ন শাখা। মাহাবুবু ওয়াদুদ রুবেল,সিনিয়র সিনিয়র সহকারী শিক্ষক গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়। জাহিদ হাসান, সহকারী শিক্ষক গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়। 

এ সময় গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয় নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য,জহুরুল ইসলাম,সায়েম মিয়া,নূর হোসেন,বিপুল মিয়া বিবলু। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জুয়েল আকন্দকের সংবর্ধনা দিলেন মিশু মডেল একাডেমিক স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব রবিউল ইসলাম সরকার।আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,ও প্রিন্স মিডিয়া সাংবাদিক গণ।

কোন মন্তব্য নেই