ধুনটে আগুনে পুড়ে মরলো কৃষকের গবাদিপশু - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
বগুড়ার ধুনটে গোয়াল ঘরে আগুন লেগে আইয়ুব আলী (৩৫) নামের এক কৃষকের দুইটি গরু ও দুইটি ছাগল পুড়ে ভস্মীভূত হয়েছে। শনিবার ১৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁও গ্রামে উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে।
কৃষক আইয়ুব আলী জানান, শনিবার ইফতারের পর গরু, ছাগল গুলো গোয়াল ঘরে রেখে মশার উপদ্রব কমাতে গোয়াল ঘরের ভিতরে শুকনো বর্জ্যে দিয়ে ধোঁয়ার সৃষ্টি করে। ধোঁয়া সৃষ্টির পরে সে নিজের শোবার ঘরে চলে যায়। কিছুক্ষণ পর বাহিরে বের হতেই দেখে গোয়াল ঘরের রাখা লাকড়ি সহ বেড়ায় আগুন জ্বলছে। তখন সে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। ততক্ষণে তার ৬টি গবাদিপশুর মধ্যে দুটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা যায়। আর ১টি গরু ও ১টি ছাগল বেচে থাকলেও এদের প্রায় ৪০ ভাগ শরীর পুড়ে যায়। এতে আমার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
ধুনট থানার অফিসার ইনচার্জ জানান, অগ্নিকাণ্ডে এক কৃষকের গবাদিপশু পুড়ে মারা যাওয়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই