বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ০১ - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবিঃ প্রতিনিধি |
শুভজিৎ সরকার, চিফ টিভিঃ
বগুড়ায় ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর পৌনে ১ টার দিকে বগুড়া সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ভবের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক হলেন, বগুড়া সদর উপজেলার গাজী পালশা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে আহম্মদ আলী (৫৫)।
বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাহমুদুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী পুলিশের এই কর্মকর্তা জানান, আহম্মদ আলী তার অটোরিকশাটি নিয়ে শহরের তিনমাথা এলাকা থেকে চারমাথা দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি ট্রাক তার অটোরিকশায় ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাক আটক করা যায়নি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কোন মন্তব্য নেই