শিরোনাম

বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত - Chief TV - চিফ টিভি

বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

শুভজিৎ সরকার, চিফ টিভিঃ

বগুড়ার শেরপুরে উপজেলা  প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১০টার দিকে  শেরপুর উপজেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী। প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব  শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড,আলহাজ্ব গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম,বীরমুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. কামরুল হাসানসহ প্রমুখ।


কোন মন্তব্য নেই