বগুড়ায় চাঁদাদাবী করা কিশোর গ্যাং এর লীডারকে গ্রেফতার করেছে র্যাব - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবিঃ প্রতিনিধি |
শুভজিৎ সরকার, চিফ টিভিঃ
বগুড়ার শাহজাহানপুর থানাধীন সাবরুল গ্রামের মিনহাজ (১৯) নামের একজনকে মারপিট ও চাঁদাদাবী করার মামলায় কিশোর গ্যাং এর লিডার হিরুসহ ১ জনকে গ্রেফতার করেছে বগুড়া র্যাব-১২।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, শাজাহানপুর থানাধীন সাবরুল গ্রামের মালেকের ছেলে হানিফুল ইসলাম হিরু(২২), অপরজন হলেন,একই থানাধীন উদ্দপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে তারেক (১৯)।
এ সময় তাদের কাছ থেকে ১টি বার্মিক চাকু, ১টি বাংলা চাকু, হাসুয়া ১টি, মোবাইল ফোন ২টি এবং নগদ ৭০০ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (০৭ মার্চ) বিকালে বগুড়া র্যাব-১২ কার্যালয়ে থেকে পাঠানো এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।
উল্লেখ্য, মঙ্গলবার গত (৫ মার্চ) শাজাহানপুর থানাধীন সাবরুল গ্রামের আজমি আরার (৪০) ছেলে মিনহাজের নিকট একই গ্রামের মালেকের ছেলে হানিফুর ইসলাম হিরু ৫০ হাজার টাকা চাঁদাদাবি করে। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কিশোর গাঙ্গের লিডার হিরু তার কিশোর গ্যাং এর সদস্যদের নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মিনাজের ওপর হামলা করে। এ সময় তাকে বার্মিচ চাকু দ্বারা আঘাত করে।
এ ঘটনায় মিরাজের মা আজমি আরা (৪০) বাদী হয়ে শাহজাহানপুর থানায় কিশোর গ্যাং এর লিডার হিরুসহ অজ্ঞাতনামা ৫/৬ বিরুদ্ধে মামলা করে।
বগুড়া র্যাব-১২ এর কোম্পানি কমান্ড মীর মনির হোসেন বলেন, আজ (০৭ই মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিশোর গ্যাং এর লিডার হিরুসহ অন্য আসামি তার নিজ এলাকায় অবস্থান করছে, তাৎক্ষণিকভাবে র্যাব-১২ একটি আভিযানিক দল নিয়ে অভিযান চালিয়ে তাদের ধরতে সক্ষম হয়।
র্যাবের এই কর্মকর্তা আরো জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই