শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন, ব্যবসায়ী বিল্লাল মিয়া - Chief TV - চিফ টিভি

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন, ব্যবসায়ী বিল্লাল মিয়া - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

ইসমাইল হোসেন, জেলা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আল-মামুন সরকারের মৃত্যুর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য হয়ে পড়ে। 

তাই গত ৯ মার্চ জেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের হেভিওয়েট দুইজন প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে ব্যাবসায়ী বিল্লাল মিয়া জয়ী হয়েছেন। 

তার এ বিজয় নিয়ে তার নিজ এলাকা শরীফপুরের দক্ষিন তারুয়াবাসীর অনুভূতি জানতে চাইলে এলাকা বাসী বলেন, বিল্লাল মিয়া আমাদের গ্রামের নাম উজ্জ্বল করেছে। শত বাঁধা বিপত্তি উপেক্ষা করে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জনাব বিল্লাল ভুইয়া একজন দানবীর হিসাবে এলাকায় রয়েছে ব্যাপক সুনাম। তাই বিল্লাল মিয়াকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে পেয়ে আমরা আনন্দিত।

কোন মন্তব্য নেই