শিরোনাম

ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানের পাশের পরিত্যক্ত কোয়াটারে চলে মাদক সেবন ও বেচাকেনা-Chief TV-চিফ টিভি

ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানের পাশের পরিত্যক্ত কোয়াটারে চলে মাদক সেবন ও বেচাকেনা-Chief TV-চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি 
সুমন হোসেন, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বিকেল থেকে রাত ১০টা। এ যেন মাদকসেবীদের টাইমিং প্রসেস। অনেক সময় গভীর রাত পর্যন্ত এখানে বেড়ে যায় মাদকসেবীদের আনাগোনা। বাজারের আশেপাশে কোন অনুষ্ঠানের আয়োজন হলে তো উৎসব বেড়ে যায় মাদকাসক্তদের। পাশেই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। অনেক সময় ভর দুপুর বেলাতেও বিএস কোয়াটারে দেখা মেলে মাদকসেবীদের। কিছুটা নির্জন ও পরিত্যাক্ত হওয়ায় কোয়াটারটিকেই বেছে নিয়েছে তারা। যদিও দীর্ঘ সময় তাদের কেউ সেখানে অবস্থান করেনা। পথচারীরা বাতাসে ভেসে আসা গন্ধেই বুঝতে পারে এই কোয়াটারের ভিতরে কি চলে। 

বলছিলাম বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর বাজারের কোল ঘেঁসে দাড়িয়ে থাকা তৎকালিন সময়ের বিএস কোয়াটারের কথা। মাদকসেবীরা কোয়াটারটি অনেকটাই নিরাপদ মনে করে। রমাজান মাসেও দিবাকালীন প্রকাশ্যে মাদক সেবনের চিত্র দেখেছে স্থানীরা। বিএস কোয়াটারের পাশেই রয়েছে ইবতেদায়ী থেকে আলিম পর্যন্ত একটি সুনামধন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই বিশেষ করে রামাজানের দিনেও মাদকসেবীদের আনাগোনা সহ সেবন ক্রিয়া একটি নেক্কার জনক বিষয় বলে উপস্থাপন করেছেন শিক্ষক ও সুশীল সমাজের অনেকে।

তৎকালীন সময়ে নির্মিত এই বিএস কোয়াটার খবর রাখেনি কেউই। কি চলে দরজা জানালা বিহীন ইটের তৈরী এই পরিত্যাক্ত ঘরে? দীর্ঘদিন পরিত্যাক্ত থাকার পর কোন প্রশাসন কোন ব্যবস্থা নিয়েছে কি না তা অনেকের অজানা। স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক জানান, বিএস কোয়াটারটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে এখানে মাদকের আড্ডা হওয়ার বিষয়টি আমার জানা নেই। যেহেতু এলাকাটি আমার সেহেতু আমি খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই