বগুড়া সড়ক দুর্ঘটনায় নিহত ২ - Chief TV- চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
শুভজিৎ সরকার, চিফ টিভিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা চন্ডিহারা অমরাপুরির বগুড়া-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে আবুল কাশেম (৬৫) ও একই গ্রামের মৃত ময়েজ উদ্দিন প্রামানিকের ছেলে জাহিদুল ইসলাম (৫৬)। তারা ছিলেন একই পরিবারের চাচাতো ও জেঠাতো দুই ভাই।
স্থানীয় সুত্রে জানা যায়, ভটভটিতে করে বগুড়ার একটি গরুর হাটে যাচ্ছিলেন আবুল কাশেম ও জাহিদুল ইসলাম। পথিমধ্যে চন্ডিহারার অমরাপুরি নামক স্থানে পৌঁছালে রংপুর দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ভটভটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আবুল কাশেম ও জাহিদুল ইসলাম।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি আব্বাস আলী জানান, ভটভটিকে কোন গাড়ি ধাক্কা দিয়েছে তা জানা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিস্তারিত জানাতে পারবো। আইনি প্রক্রিয়ার শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কোন মন্তব্য নেই