শিরোনাম

বগুড়ায় আইন-শৃঙ্খলা সহ সকল প্রকার সভা বর্জনের ঘোষণা দিয়েছে ইউপি চেয়ারম্যানগণ - Chief TV - চিফ টিভি

বগুড়ায় আইন-শৃঙ্খলা সহ সকল প্রকার সভা বর্জনের ঘোষণা দিয়েছে ইউপি চেয়ারম্যানগণ - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতীকী

শুভজিৎ সরকার, চিফ টিভিঃ

বগুড়ার গাবতলী উপজেলায় আইন-শৃঙ্খলা সহ সকল প্রকার সভা বর্জনের ঘোষণা দিয়েছেন ইউপি চেয়ারম্যানগণ। তাদের অভিযোগ, সরকারী কর্মকর্তারা সকল বিষয়ে অযথা ইউপি চেয়ারম্যানদের উপর হস্তক্ষেপ, অবমূল্যায়ন করেন। একারনে উপজেলা পরিষদের কোন সভায় তাঁরা আর উপস্থিত হবেননা। 

এ বিষয়ে গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ ফারুক বলেন, সরকারী কর্মকর্তারা আমাদেরকে অবমুল্যায়ন, অযথা হস্ততুক্ষেপ তুচ্ছতাচ্ছিল্য করেন। সেজন্য উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন একযোগে গাবতলী উপজেলা নির্বাহী অফিসারের আহবানকৃত সকলসভা বর্জনের ঘোষণা দিয়েছি। 

জানা যায়, গত ৪ মার্চ গাবতলীর ইউএনও নুসরাত জাহান বন্যার স্বাক্ষরিত চিঠিতে সোমবার (১১ মার্চ) পর্যায়ক্রমে উপজেলা আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী-শিশু পাচার ও মানব পাচার প্রতিরোধ, জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত টাস্ক ফোর্স, সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন কমিটির সভা উপজেলা পরিষদের ইছামতি হলরুমে ডাকা হয়। উক্ত সভাতে ১২টি ইউনিয়ন পরিষদের কোন চেয়ারম্যান উপস্থিত ছিলেন না। 

এ বিষয়ে গাবতলীর নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যার সাথে যোগাযোগ করা হলে তিনি চিফ টিভিকে জানান, কি কারনে চেয়ারম্যানগন উপজেলা সভায় উপস্থিত হবেন না, আমি কিছুই জানিনা। 

তিনি আরো বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণই মিথ্যে।

কোন মন্তব্য নেই