সারিয়াকান্দিতে ৩ দিন ব্যাপি ৬ষ্ঠ স্কাউটস সমাবেশের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে ৩ দিন ব্যাপী ৬ষ্ঠ উপজেলা স্কাউটস সমাবেশের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশটি শুরু হয়েছে।
শনিবার সকালে এ স্কাউটিং সমাবেশের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান। গত রবিবার এ সমাবেশের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয়। এ স্কাউটিং সমাবেশ এবং ৬ষ্ঠ উপজেলা স্কাউট ক্যাম্পুরিতে উপজেলার ১৬৮ টি প্রাথমিক বিদ্যালয় এবং ৪৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহযোগিতা করছেন এবং প্রায় শতাধিক স্কাউটিং দলের ক্যাম্প স্হাপন করা হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান বলেন, উপজেলা পর্যায়ে এটি স্কাউটিং এর সর্বোচ্চ প্রোগ্রাম। সারিয়াকান্দি উপজেলায় এ প্রো-গ্রামটি সুদীর্ঘ ৯ বছর বন্ধ ছিল। উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে সুদীর্ঘ ৯ বছর পর পুনরায় উপজেলা কাব স্কাউটস ক্যাম্পুরী ও উপজেলা স্কাউটস সমাবেশ চালু করতে পেরে সারিয়াকান্দি উপজেলার সম্মান ও ভাবমূর্তি বগুড়া জেলা তথা সমগ্র বাংলাদেশে পুনরুজ্জীবিত হয়।
বাংলাদেশের সনামধন্য মাস্টার ট্রেইনারগন তাদেরকে প্রশিক্ষণ দিতে এসেছেন যাহা সারিয়াকান্দির জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।
তিন দিন ব্যাপী এই সমাবেশে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান । এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার গোলাম কবির, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক সাকী মোঃ জাকিউল আলম ডুয়েল, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার সহ আরো অনেকে।
কোন মন্তব্য নেই