বানারীপাড়ার ছেলে নাবিক আলী হোসেন সোমালিয়ার জলদস্যুদের হাতে বন্দী-Chief TV-চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
সাব্বির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের সন্তান আলী হোসেন (২৬) সোমালিয়ান জলদস্যুদের হাতে আটক রয়েছে।জানা যায় আড়াই মাস আগে বাংলাদেশী পন্যবাহী জাহাজ এম ভি আবদুল্লাহ’র নাবিক হিসেবে জয়েন করেছিলেন তিনি।
গত মঙ্গলবার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। সম্প্রতি জিম্মি করা হয় জাহাজে থাকা ২৩ নাবিককে যাদের মধ্যে রয়েছেন বানারীপাড়ার মেরিন ইঞ্জিনিয়ার মোঃ আলী হোসেন। তিনি বানারীপাড়া উপজেলার উমারেরপাড় গ্রামের এমাম হোসেন মোল্লার ছোট ছেলে।
মঙ্গলবার দুপুরে জলদস্যুরা তাদের জিম্মি করার পরে বিকাল ৩টার দিকে মুঠোফোনে স্ত্রীকে কল দিয়ে আলী হোসেন জানিয়েছেন, সোমালিয়ান জলদস্যুরা তাদের জাহাজে অ্যাটাক করেছে। সবাই জিম্মি অবস্থায় আছে। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ কথা শোনার পর থেকেই কান্নায় ভেঙ্গে পড়েন নাবিক মোঃ আলী হোসেনের পরিবার।
সদ্য বিবাবিত স্ত্রী ইয়ামনি বলছেন, আগামী কোরবানীর ঈদে বাড়িতে ফেরার কথা ছিল আলীর। শয্যাশায়ী হয়ে দু’চোখে অশ্রু আলী হোসেনের মা নাসিমা বেগমের। ছেলেকে ফিরে পেতে পড়ছেন দোয়া-দরুদ এবং সৃষ্টিকর্তার কাছে করছেন আকুতি মিনতি। তার ছেলেসহ জিম্মি সবাইকে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে দ্রুত পদক্ষেপ নেওয়র জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন জিম্মি আলী হোসেনে মা। জিম্মি নাবিক আলী হোসেনের বাবা স্থানীয় ইউবিসি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক চতুর্থ শ্রেণির কর্মচারী।
তিনি জানান গত বছরের জুলাই মাসে পিরোজপুরের কাউখালী উপজেলায় বিবাহ করেছেন আলী হোসেন। সে ভর্তি হন নারায়নগঞ্জের মেরিন একাডেমীতে, সেখানে ৪ বছর পড়ালেখা শেষে গত আড়াই মাস আগে আলী হোসেন চাকরীতে জয়েনের উদ্দেশ্যে কেএসআর এম শিপিং লিঃ এর নিজস্ব খরচে সাউথ কোরিয়াতে গিয়ে এম ভি আবদুল্লাহ নামের ওই জাহাজে নাবিক ( ওয়েলার) হিসেবে কাজ শুরু করেন।
কোন মন্তব্য নেই