বগুড়ায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার-Chief TV-চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
শুভজিৎ সরকার,চিফ টিভিঃ
বগুড়ার কাহালু উপজেলায় নিখোঁজের ১ দিন পর পুকুর থেকে মোস্তফা সরকার (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪মার্চ) বেলা ১২টার দিকে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে।
নিহত বৃদ্ধ হলেন, কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর উত্তরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
পরিবারের স্বজনরা জানান,বাড়ির পাশেই বড়মহর উচ্চ বিদ্যালয়ের পেছনের পুকুরে অক্সিজেনের অভাবে মাছ মরে যায়। বুধবার সন্ধ্যায় সেই পুকুরে মাছ ধরতে গিয়ে আর ফেরেননি ওই বৃদ্ধ। তখন তাকে খুঁজতে বেরিয়ে পড়েন পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাননি। পরে পুকুর পাড়ে তার পায়ের জুতা দেখে অনুমান করে তিনি পানিতে ডুবে গেছেন।
নিজেরা খোঁজাখুঁজির পর যখন পাচ্ছিলেন না তখন তারা পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে কাহালু থানার ওসি সেলিম রেজা বলেন, ঘটনার রাতে কাহালুর ফায়ার সার্ভিসের লোকজন কয়েক ঘণ্টা চেষ্টা করে তার লাশ উদ্ধার করতে পারেনি। পরে বৃহস্পতিবার রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল বৃদ্ধ মোস্তফার লাশ ওই পুকুর থেকে উদ্ধার করে।
কোন মন্তব্য নেই