শিরোনাম

গড়ে উঠছে একাদিক মিল ফেক্টরিকিন্তু বেকার শতশত যুবক- Chief TV - চিফ টিভি



ছবিঃ প্রতিনিধি

অমিত হাসান রনি ত্রিশাল উপজেলা প্রতিনিধিঃ

বলছি ময়মনসিংহ জেলার বৃহত্তম ত্রিশাল উপজেলা-র কথা।

গরে উঠছে একাধিক মিল ফেক্টরী গার্মেন্টস সহ ভিন্ন ভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।  কিন্তু বেকারত্ব পার করছেন  হাজার হাজার তরুণ তরুণী। ত্রিঃ উপজেলার এক যুবক আমাদের জানান

ত্রিশাল উপজেলায় অবস্থিত গার্মেন্টস/ফ্যাক্টরি/ইন্ড্রাস্টিজ

বর্তমানে ত্রিশালে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠছে এবং ভবিষ্যতে এর পরিমান আরো বাড়বে। আমরা ত্রিশালবাসী এইসব প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।তবে দু:খের সাথে বলতে হয় ত্রিশালের শিল্প প্রতিষ্ঠানগুলোতে স্থানীয় শিক্ষিত বেকারদের সুযোগ দেওয়া হয় না।

আমি ত্রিশালের একজন স্থায়ী বাসিন্দা হিসেবে বলতে চাই আমাদের ত্রিশালে ব্যবসা করে যাবেন আর আমাদের ত্রিশালের যোগ্যতাসম্পন্ন যুবকদের চাকরি দিতে গড়িমশি করবেন এটা মেনে নেওয়া যায় না।সুতরাং আমি ত্রিশালের নেতৃবৃন্দসহ সংস্লিষ্ট সকলকে বলতে চাই ত্রিশালের বেকার যুবকদের কর্মসস্থান হিসেবে স্থানীয় মিল ফ্যাক্টরিতে অগ্রাধিকার দেওয়া হোক।

বিভিন্ন সূত্রে জানা যায় ত্রিশালে গড়ে ওঠা মিল ফ্যাক্টরিতে স্থানীয়দের শুধু শ্রমিক হিসেবে নেওয়া হয়, উচ্চ পদস্থ কোন পদে ত্রিশালের স্থানীয়দের নেওয়া হয় না।

কোন মন্তব্য নেই