বগুড়ায় র্যাব অভিযানে স্কুল ছাত্র নাসিম হত্যা মামলার ০৩ আসামি গ্রেপ্তার- Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
বগুড়ার সারিয়াকান্দিতে নাসিম (১৪) নামের একজন নিখোঁজ শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছিল সারিয়াকান্দি থানার পুলিশ। এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে বগুড়া র্যাব -১২।মঙ্গলবার (১৮ই মার্চ) রাত ১০টার দিকে বগুড়া র্যাব -১২ সারিয়াকান্দি থানাধীন ফুলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন,সারিয়াকান্দি থানাধীন পাঁচপীরতলা ফুলবাড়ী এলাকার আনোয়ার হোসেনের ছেলে সাগর (২০),আরেকজন হনেন,একই এলাকার নজরুল ইসলামের ছেলে ফেরদৌস ইসলাম (১৮) এবং ফুলবাড়ী পশ্চিম পাড়ার চুন্নু মিয়ার ছেলে শাওন ইসলাম (১৮)।মঙ্গলবার (১৯ই মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে বগুড়া র্যাব কার্যালয়ে থেকে পাঠানো এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।
এ বিষয়ে প্রেস ব্রিফিং এ কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন, উল্লেখ্য গত ২৫ ফেব্রুয়ারী রবিবার শবে বরাতের দিন এশার নামাজের পর নাছিম মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়িতে ফিরে আসেনি। তারপর কোথাও খুঁজে না পেয়ে এ বিষয়ে নাছিমের বাবা ওয়াজেল গত ২৬ ফেব্রুয়ারী সোমবার সারিয়াকান্দি থানায় একটি হারানো ডায়েরি দায়ের করেন। এ ঘটনায় গত রবিবার (২৫শে ফেব্রুয়ারি) সারিয়াকান্দি থানার পুলিশ এ ঘটনার সাথে জড়িত এনামুল এবং ফিরোজকে আটক করে।
পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় নাছিমকে হত্যা করা হয়েছে। আটক অপহরনকারীর তথ্য অনুযায়ী সোমবার (২৬শে ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে এনামূলের (১৯) বাড়িতে অভিযান পরিচালনা করলে গোয়াল ঘরের মাটি খুঁড়ে হাত পা বাঁধা বস্তাবন্দি অর্ধগলিত নাছিমের লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারিতে আসামিদের তথ্য অনুযায়ী এ ঘটনায় সাগর, শাওন,এবং ফেরদৌস জড়িত। আসামিরা নাছিমের বাবার নিকট থেকে ৮০ হাজার টাকা মুক্তিপণও দাবি করেছিলেন।
নিহত নাসিম ছিলেন, সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ওয়াজেল মিয়ার ছেলে এবং সে ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র। প্রেস ব্রিফিং তিনি আরোও জানান, র্যাব একটি গোপন সংবাদে জানতে পারে আসামিরা সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে সোমবার (১৯ই মার্চ) রাত ১০ টার দিকে সেখানে র্যাব-১২ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন,র্যাবের এই কর্মকর্তা আরোও বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই