শিরোনাম

বগুড়ায় বাঙ্গালী জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত - Chief TV - চিফ টিভি

বগুড়ায় বাঙ্গালী জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি
শুভজিৎ সরকার, চিফ টিভিঃ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ বগুড়ায় উদযাপিত হয়েছে।

রবিবার (১৭ই মার্চ) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্বে করেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান মজনু, প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বগুড়া -৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য ডাঃ মোস্তফা আলম নান্নু, জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনসহ প্রমূখ

কোন মন্তব্য নেই