জাতীয় শিশু দিবস পালিত হলো রণচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসায় - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসায় আজ ১৭ মার্চ ( রবিবার) দিনটি উপলক্ষে সকাল ১০ঘটিকায় রণচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
এ সময় উক্ত প্রতিষ্ঠান প্রধান জনাব মোজাফফর হোসেন উপস্থিত শিক্ষার্থীদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত ইতিহাস কে তুলে ধরেন একই সাথে উক্ত শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন সহ নানাবিদ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আয়োজন করা হয়।উক্ত প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উক্ত প্রতিষ্ঠান প্রধান মোজাফফর হোসেন।
কোন মন্তব্য নেই