বগুড়ায় কলেজ ছাত্রীকে অপহরণ করার ঘটনায় মূল আসামী গ্রেপ্তার- Chief TV - চিফ টিভি
শুভজিৎ সরকারঃ
বগুড়ার সারিয়াকান্দি থানাধীন হাটফুলবাড়ী ঘাটপাড়া এলাকায় কলেজ পড়ুয়া ছাত্রী গত (১৪ই নভেম্বর ২০২৩) কলেজে যাওয়ার পথে তাকে অপহরণ করে নিয়ে যায় । এ ঘটনার মুলহোতা তারেক খানকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব-১২।
গ্রেপ্তারকৃত আসামি হলেন,সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন শ্যামগপ গ্রামের শহিদুল ইসলামের ছেলে তারেক খান।
উল্লেখ্য, গত (১৪ নভেম্বর ২০২৩) বগুড়ার সারিয়াকান্দি থানাধীন হাটফুলবাড়ী ঘাটপাড়া এলাকায় কলেজ পড়ুয়া ছাত্রীকে কলেজে যাওয়ার পথে আসামী তারেক খান (২০) সেই ছাত্রীকে জোরপূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে অজ্ঞাত স্থানে সিএনজি করে অপহরণ করে নিয়ে যায়। এই অপহরণের ঘটনায় সেই ছাত্রীর ভাই বাদি হয়ে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করে।
মঙ্গলবার(০৫ মার্চ) বিকালে বগুড়া র্যাব কার্যালয়ে থেকে পাঠানো এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান । বগুড়া র্যাব-১২ এর কোম্পানি কমান্ড মীর মনির হোসেন বলেন,আজ (০৫ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পলাতক আসামী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা এলাকায় অবস্থান করছে, তাৎক্ষণিকভাবে র্যাব-১২ একটি আভিযানিক দল নিয়ে অভিযান চালিয়ে তাকে ধরতে সক্ষম হয়। র্যাবের এই কর্মকর্তা আরো জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই