শিরোনাম

সারিয়াকান্দিতে নির্বাচন কমিশনারের আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা - Chief TV - চিফ টিভি

সারিয়াকান্দিতে নির্বাচন কমিশনারের আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা  - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি
সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ 

আগামী ৯ মার্চ বগুড়ার উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপ-নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার বেগম রাশেদা সুলতানার আগমন উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলায় পৌঁছালে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজলো নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান। 

পরে নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদ, পৌরসভার মেয়র ও স্থানীয় সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এসময় সাধারণ সদস্য পদের উপ-নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্যে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেন।

সে সময় সহকারী পুলিশ সুপার (গাবতলী-সারিয়াকান্দি সার্কেল), সহকারী কমিশনার ভূমি, থানার ইনচার্জসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সফরসঙ্গী উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই