পঞ্চগড়ে মাত্র ২৫০০ টাকা দিয়ে বাচ্চা বিক্রি করে ফেরত নিলেন মা- Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
পঞ্চগড় মেডিসিন রোডে একটি ভারসাম্যহীন মহিলা তার বাচ্চাকে বিক্রি করবে বলে চিল্লাচিল্লি করে কলে থাকা শিশুটির বয়স মাত্র একমাস, মাত্র ৫০০০ টাকায় শিশুটি বিক্রি করবেন শুনে ভির জমায় ইতিমধ্যে এক বৃদ্ধ চাচা এসে সেই বাচ্চাটাকে ২৫০০ টাকায় কিনে নেয় ভারসাম্যহীন মহিলার বাচ্চাটাকে এটি নিয়ে ফেসবুকে বেশ তোলপাড় শুরু হয়।
কেউ কেউ বলছে অভাবে বিক্রি করছে, আবার কেউ বলছে মহিলাটি ভারসাম্যহীন।এদিকে ওই বৃদ্ধ, বাচ্চা নিয়ে যাওয়ার সময় শেরে বাংলা পার্ক এলাকায় পৌঁছালে ভারসাম্যহীন ওই নারী গিয়ে আবারো নিজ সন্তানকে কেড়ে নেয়।
জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই নারীর বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায়।
কোন মন্তব্য নেই