সাটুরিয়ায় অটো ভ্যান গাড়ি চোর দেখতে শত শত মানূষের ভীড় অটো ভ্যান সহ চোর গ্রেফতার- Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের অটো ভ্যান গাড়ি সহ চোর আটক করছে স্হানীয় এলাকাবাসী। পরে সাটুরিয়া থানা পুলিশ কে জানালে ঘটনাস্থল থেকে চোর কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তার আগে স্হানীয় এলাকাবাসী চোরকে উত্তম মাধ্যম পিটুনি দেয়। দীর্ঘদিন ধরে সাটুরিয়া উপজেলায় কয়েক ডজন অটো ভ্যান গাড়ি চুরি হয়েছে বলে স্থানীয়রা জানায়।
আটক হওয়া ব্যক্তির নাম ইমরান তার বাড়ি সাটুরিয়া ইউনিয়নের মোকদম পাড়া গুচ্ছ গ্রামে। সে দীর্ঘদিন ধরে এ পেশায় নিয়োজিত আছে বলে জানা যায়। এবং স্হানীয় এলাকাবাসী চোরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
কোন মন্তব্য নেই