কাজিপুরে ৩০৮ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ গ্রেফতার এক - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে কাজিপুরে ৩০৮ লিটার চোলাই মদসহ মাসুদ রানা (৩৫) নামে এক মাদক কারবারি কে, গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ।
বুধবার ২০ মার্চ ভোররাতে কাজিপুর উপজেলার চালিটাতাডাঙ্গা ইউনিয়নে লক্ষীপুর গ্রামে আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার আসামী লক্ষীপুর উওরপাড়া মৃত শাহ আলী সরকারে পুএ, এবিষয়ে কাজিপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।
কাজিপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় চালিতাডাঙ্গা ইউনিয়নে লক্ষীপুর এলাকার মাসুদ রানা তার বাড়িতে বিপুল পরিমাণে মদ তৈরি করছে। এমন ভিত্তিতে সাব- ইন্সপেক্টর হাফিজুর আসামী মাসুদের বাড়িতে অভিযান পরিচালনা করে ৩০৮ লিটার মদসহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।অভিযানের এক পর্যায়ে নিজ ঘরে লুকিয়ে থাকা মাসুদ রানা দৌড়ে পালাবার চেষ্টা করলে পুলিশ থাকে জাপটে ধরে ফেলে তাকে গ্রেফতার করে।
ওসি আরো জানান, গ্রেফতার আসামী মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই