শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় তিন শতাধীক দোকানে ৪দিন ধরে মাংস বিক্রি বন্ধ - Chief TV - চিফ টিভি

 


ব্রাহ্মণবাড়িয়ায় তিন শতাধীক দোকানে ৪দিন ধরে মাংস বিক্রি বন্ধ - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

ইসমাইল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া)জেলা প্রতিনিধিঃ 

সরকারের নির্ধারিত,গরুর মাংসের দাম প্রতি কেজি  ৬৬৪ টাকা ৩৪ পয়সা।এর চেয়ে অধিক মূল্যে কোথাও বিক্রি করা হলে,কঠোর ব্যাবস্থা নিবেন, ডিসি ব্রাহ্মণবাড়িয়া।

এদিকে মাংসের দোকানীরা বলছেন, প্রতি কেজি মাংসে খরচ হয় ৭২০ টাকা আর ৭৫০ টাকা বিক্রি করি। সরকার যে মূল্য নির্ধারণ করে দিয়েছে  তা পুনঃ নির্ধারণ না করলে আমরা মাংস বিক্রি করবো না। আর

হতদরিদ্র মানুষ বলছে, মাংসের দোকান বন্ধ থাক বা খোলা তাতে আমাদের কোন অসুবিধা নেই। এগুলো বড় লোকদের বেপার।

কোন মন্তব্য নেই