চিফ টিভির নিউজ ইনচার্জকে গলা কেটে হত্যার হুমকি - Chief TV - চিফ টিভি
![]() |
সুনামধন্য "চিফ টিভি"র নিউজ ইনচার্জ ফয়সাল হোসাইন সনিকে ফেসবুক মেসেঞ্জারে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি। এ বিষয়ে গতকাল বুধবার (২০ই মার্চ) রাত ১১টায় বগুড়া সদর থানায় জিডি করেন তিনি।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, ২০ই মার্চ (বুধবার) ৫টা ১৩ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে Md.Shohid নামের একটি আইডি থেকে ক্ষুদে বার্তা মেসেজের মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে। বার্তাটিতে অজ্ঞাত Shohid বলেন," তোকে গলা কেটে হত্যা করব। তোর মাথা থাকবে এক জায়গায় ধর থাকবে অন্য জায়গায় তুই আমাকে চিনিস না"। এছাড়াও ওই ফেসবুক আইডি থেকে তাকে অশ্রাব্য গালাগাল দেয়া হয়েছে।
এ বিষয়ে ফয়সাল হোসাইন সনি বলেন, ‘আমাকে হুমকি দেয়া হয়েছে। এটা আমার জন্য দু:খজনক। আমার কারো সাথে ব্যক্তিগত কোন শত্রুতা নেই। আমি আমার দায়িত্ব থেকে সত্য নিয়ে কাজ করছি। আর এজন্যই হয়তো বা কেউ ক্ষিপ্ত হয়ে আমায় নিশ্চিহ্ন করতে চেয়েছে।
তিনি আরো বলেন, এই আইডি থেকে কিছুদিন আগেও আমাকে দুইবার ক্ষুদে বার্তা দিয়েছিল। আমি ভেবেছিলাম কাজের দরকারে হয়তো বার্তাটি দিয়েছে। তাই আমিও উত্তর দিয়েছিলাম। কিন্তু আজ হঠাৎ করেই সে আমাকে হত্যার হুমকি দেয়। বিষয়টি নিয়ে আমি চিন্তিত তাই থানায় একটি সাধারণ ডাইরি করেছি।
কোন মন্তব্য নেই