নীলফামারী সৈয়দপুরের ২শ' বছরের প্রাচীন নিদর্শন 'চিনি মসজিদ' - Chief TV - চিফ টিভি
আসিফ ইশতিয়া লিওন নীলফামারী জেলা প্রতিনিধিঃ
উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুরে প্রাচীন নিদর্শন চিনি মসজিদ। সৈয়দপুর রেলের শহর নামে পরিচিতি থাকলেও এখানে রয়েছে নানান প্রাচীন ঐতিহ্য ও নিদর্শন। এ শহরে সৌন্দর্যের স্থাপত্য নিদর্শন একটি চিনি মসজিদ।
মসজিদটি নীলফামারীর সৈয়দপুরের গোলহাটের ইসলামবাগে অবস্থিত।
১৮৬৩ সালে হাজী বাকের আলী ও হাজী মুকু নামের দুইজন ধর্মপ্রাণ বাসিন্দা সৈয়দপুর শহরের ইসবাগ এলাকার এখানে ছন ও বাঁশ দিয়ে প্রথমে মসজিদটি নির্মাণ করেন। পরে এলাকাবাসীর সহায়তায় টিনের ঘরে পরিণত করেন। পরে এলাকার লোকেরা মসজিদটি নির্মাণের লক্ষ্যে একটি ফাণ্ড করেন। ১৯২০ সালে হাফিজ আব্দুল করিমের উদ্যোগে ১৫৬০ বর্গফুট আয়তনের মসজিদটির প্রথম অংশ পাকা করা হয়। সে সময়ে কলকাতা থেকে শ্রমিক এনে দৈনিক ১০ আনা মজুরিতে মসজিদের নির্মাণ কাজ নতুন ভাবে শুরু করেন।
মসজিদটি ঘুরে দেখা যায়, দেয়ালে চিনামাটির থালার ভগ্নাংশ ও কাঁচের ভগ্নাংশ বসানো হয়। এই পদ্ধতিকে বলা হয় চিনি করা বা চিনি দানার কাজ করা। শৈল্পিক কারুকাজ ও দৃষ্টিনন্দন স্থাপত্য হিসেবে চিনি মসজিদের রয়েছে বিশেষ খ্যাতি। এ মসজিদে পাঁচ শতাধিক মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মসজিদের অধিকাংশ কারুকাজ চীনা মাটির। সৌন্দর্য বাড়াতে দেওয়ালে চীনা মাটির থালা ও কাচের টুকরা বসানো আছে। মসজিদটিতে ২৭টি বড় মিনার, ৩২টি ছোট মিনার ও তিনটি বড় গম্বুজ রয়েছে। দোতলা মসজিদে প্রবেশ পথের পাশে আজান দেওয়ার জন্য মিম্বার রয়েছে। মসজিদে ২৪২টি শঙ্কর মর্মর পাথর রয়েছে। প্রায় ২০০ বছর পরে এসেও এর সৌন্দর্য ঠিক আগের মতই নজর কারছে।
মসজিদের ইমাম আলহাজ্ব সেলিম জানায়, আমি দীর্ঘ ৭ বছর ধরে এ মসজিদে নামাজ পড়াচ্ছি। এখানে দূর দূরান্ত থেকে পর্যটক আসেন। এতে আমাদের ভালো লাগে।এটি আমাদের একটি প্রাচীন নিদর্শন। তবে এখানে জিনিস আছে যেগুলো সংস্কার করলে আমাদের মসজিদটি আরও দৃষ্টিনন্দন হবে।
এবিষয়ে সৈয়দপুর পৌর মেয়র রাফিয়া জাহান বেবি বলেন, মসজিদটি আমাদের প্রাচীন নিদর্শন। আমাদের বরাদ্দ আসলে মসজিদটি সৌন্দর্য বৃদ্ধিতে সংস্কার করা হবে।
কোন মন্তব্য নেই