তারা বিশ্বাসকে ঘিরে স্বপ্ন বুনছেন ডুমুরিয়া উপজেলাবাস - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি
রব্বানী বিশ্বাস, খুলনা (ডুমুরিয়া উপজেলা) প্রতিনিধিঃ
আসন্ন খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আজগর বিশ্বাস তারা'র নাম সর্বত্র শোনা যাচ্ছে। তাকে নিয়ে দলীয় নেতাকর্মীর মধ্যে অনেক খানি প্রত্যাশাও রয়েছে। যা বিভিন্ন সভা-সেমিনারে তার প্রতিফলন হিসেবে লক্ষ্য করা গেছে। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তারা বিশ্বাসকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ডুমুরিয়া উপজেলাবাসী।
জানা যায়, দলীয় আদর্শের প্রতি অবিচল ত্যাগ, ধৈর্য্যশীল ও সংগ্রামী নেতা হিসেবে পরিচিত মোঃ আজগর বিশ্বাস তারা। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসাবে সবার কাছে সুপরিচিত তিনি। পাশাপাশি খুলনাসহ ডুমুরিয়ার প্রতিটি এলাকায় তিনি নিজস্ব অর্থায়নে ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। মসজিদ, মন্দির ও মাদ্রাসা নির্মাণ থেকে শুরু করে অনেক সামাজিক কাজে তিনি অনন্য ভূমিকা রেখেছেন। তিনি রাজনীতিতে নাম লেখান ছাত্র জীবন থেকেই। সেই থেকে অনেক চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য হয়েছেন তিনি।
ডুমুরিয়া উপজেলাবাসী বলেন, মোঃ আজগর বিশ্বাস তারা'র হৃদয়-আঙিনায় সবটুকু দরদ আর ভালবাসা আওয়ামী লীগের রাজনীতিতে। বছরের পর বছর ধরে এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের সাথে রয়েছে তার নিবিড় সর্ম্পক। পরোপকারী, দরদি ও দক্ষ সংগঠক হিসেবেও বেশ পরিচিত। নেতা-কর্মীর পাশাপাশি সাধারণ মানুষের কাছেও রয়েছে সমান জনপ্রিয়তা। এ কারণে উপজেলা পরিষদ নির্বাচনে তারুণ্যের প্রতিনিধি হিসেবে তারা বিশ্বাসকে প্রার্থী হিসেবে দেখতে চায় ভোটাররা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ডুমুরিয়া উপজেলায় ইতোমধ্যেই একাধিক প্রার্থীর নাম শুনা গেলেও, মোঃ আজগর বিশ্বাস তারা'র নাম জোড়ালো ভাবেই সবার মুখে শোনা যাচ্ছে।
উপজেলাবাসী আরো বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নিজের যোগ্যতা যাচাই ও উপজেলার সর্বস্তরের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে মাঠে দৌড় ঝাঁপ শুরু করেছেন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আজগর বিশ্বাস তারা। উপজেলা জুড়ে বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক নেতাকর্মী তার প্রার্থীতায় উচ্ছ্বাস ও প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। ফলে প্রতিদিন উপজেলা, ইউনিয়ন, গ্রামের পর গ্রামের ভোটারদের দ্বারে-দ্বারে যাচ্ছে। ছুটে চলছেন উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তবে ভোটাররা কর্মঠ ও পরিচ্ছন্ন হিসেবে এ নেতাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
রাজনৈতিক বিশ্লেষকদে মতে, একজন স্বচ্ছ-সৎ মানসিকতার রাজনৈতিকের মধ্যে যেসব গুণাবলী থাকা জরুরি, তা মোঃ আজগর বিশ্বাস তারা'র মধ্যে আছে, যা উপলব্ধি করতে পেরেছেন ডুমুরিয়াবাসী। যে কারণে উপজেলা নির্বাচন প্রসঙ্গে তারা বিশ্বাসের নামটি আলোচনায় শীর্ষে থাকছে। হয়তো ভোটাররাই তার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ বাড়িয়ে তুলেছে।
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আজগর বিশ্বাস তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে স্মার্ট ডুমুরিয়া গঠনে উপজেলাবাসীর সহযাত্রী হয়ে চলতে চাই। আমি উপজেলাবাসীর পাশে ছিলাম, আগামীতেও তাদের সেবা করার লক্ষ্যে উপজেলা নির্বাচন করতে চাই। উপজেলাবাসীর দোয়া, আশীর্বাদ, ভালোবাসা ও সমর্থন আমার সামনে চলার অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে আমি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আসন্ন ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমার পাশে থাকবেন, আমি সামনের দিকে অবশ্যই এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
কোন মন্তব্য নেই