শিরোনাম

১৩ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - Chief TV - চিফ টিভি

ছবিঃ প্রতিনিধি

 ইসমাইল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া)জেলা প্রতিনিধিঃ

জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকা থেকে গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন - কসবা উপজেলার বাড়াই (জগন্নাথপুর) গ্রামের আবুল কালামের ছেলে সেলিম মিয়া এবং পৌর শহরের কাজীপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে মো. শামীম মিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় সেলিম মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে দু’জনকে গ্রেফতার করা হয়। পরে সেলিম মিয়ার বাসা তল্লাশি করে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দু’ব্যক্তি চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই