বোয়ালমারী উপজেলা পরিষদ অফিসের পাশেই দুঃসাহসিক চুরি - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
এনামুল চৌধুরী, ফরিদপুর প্রতিনিধিঃ
বোয়ালমারী উপজেলা পরিষদ অফিসের পাশে ষ্টেশন রোড সংলগ্ন ইয়ামিন ষ্টোরে ২৭ মার্চ গভীর রাতে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোরের দল ওয়ালসেড ঘরের চালার টিন কেটে দোকানঘরে ভেতরে প্রবেশ করে। দোকানে থাকা গ্যাস সিলিন্ডার, মশার কয়েল, নগদ টাকাসহ প্রায় অর্ধলক্ষ টাকার মুদি মালামাল চুরি করে নিয়ে যায়।
উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের ডজন খানেক পাহারাদার, রাস্তায় স্ট্রীট লাইট, দোকানের আশে পাশে সিসি ক্যামেরা বেষ্টিত থাকা অবস্থায় এ ধরনের চুরি হওয়ায় বিষ্ময় প্রকাশ করেছে এলাকাবাসী। দোকান মালিক মো. ইয়ামিন মোল্যা বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ তদন্ত করে আইনগত পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন। ঈদকে সামনে রেখে উপজেলার সদর বাজারসহ আশপাশের এলাকায় প্রতিনিয়ত চুরির সংবাদ পাওয়া যাচ্ছে।
দোকানদারদের অভিযোগ বাজারের ডজনখানেক পাহারাদার থাকতে কিভাবে বোয়ালমারী বাজারের সদরের ভিতরে এমন চুরির ঘটনা ঘটে এই ঘটনাতে সবাই আসলে হতাশ।
কোন মন্তব্য নেই