শিরোনাম

শেষ হলো ধারাবাহিক নাটক ‘দ্যা সেভেন ব্যাচেলর’র শুটিং - Chief TV - চিফ টিভি

 

শেষ হলো ধারাবাহিক নাটক ‘দ্যা সেভেন ব্যাচেলর’র শুটিং - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

চিফ টিভি, ডেস্কঃ

সম্প্রতি ফেনীর বিভিন্ন লোকেশনে শেষ হলো ধারাবাহিক নাটক দ্যা সেভেন ব্যাচেলর শুটিং। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল । প্রযোজনা করেছেন রাশেদ্দুনবী চৌধুরী (রাজিব)। 

এই প্রসঙ্গে প্রযোজক রাজিব চৌধুরী বলেন, আমরা পুবাইল সহ ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করেছি এবার ফেনীর বিভিন্ন লোকেশনে শুটিং করবো। সেই সুবাদে ডিরেক্টর কামরুজ্জামান পুতুল তার টিম নিয়ে ফেনীতে যাত্রা শুরু করে । 

পরিচালক পুতুল বলেন, মাননীয় ফেনীর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ভাই সার্বিক ভাবে আমাদের অনেক সহযোগিতা করেছেন । আমার টিম কে প্রচুর আপ্যায়ন করেছেন । ধন্যবাদ ফেনী সার্কিট হাউজের স্টাফদের কে তারাও অনেক সহযোগিতা করেছেন । মেয়র সাহেবের কথায়  সহযোগিতা করেছেন ফেনী জেলা পুলিশ । 

ঈদের এই ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন , আশরাফ সুপ্ত,ইমু শিকদার , মুকিত জাকারিয়া , ফারুক আহমেদ , পিরজাদা শহিদুল হারুন, আমিন আজাদ , ডন , বিটলু শামিম , ইমরান হাশো , সাব্বির আহমেদ, ইমরান খান ইমু, সঞ্জিব আহমেদ ,নওরিন , আজিম বাবু , ইলা , রিত্ত, আরোহি, রিতু এবং মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী সহ আরো অনেকে ।

কোন মন্তব্য নেই