শিরোনাম

সোনাতলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি লিখন, সম্পাদক লতিফুল - Chief TV - চিফ টিভি

সোনাতলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি লিখন, সম্পাদক লতিফুল - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

আল মামুন, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার সোনাতলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে (দৈনিক যায়যায়দিন ও বাংলা টিভির জেলা প্রতিনিধি) ইমরান হোসেন লিখন সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে (দৈনিক চাদনী বাজার পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি) লতিফুল ইসলাম নির্বাচিত হন।

শনিবার (৯ জানুয়ারি) সকাল ১০ টার দিকে  সোনাতলা প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে তিনটার দিকে সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আফসার সায়মা, সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা ভোটের ফলাফল ঘোষনা করেন। ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন আনিছুর রহমান রায়হান। এতে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নিপুন আনোয়ার কাজল ও আবুল কালাম আজাদ।

কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক আজকের জনবাণী পত্রিকার সোনাতলা প্রতিনিধি) আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক পদে (দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি) মো. ইসমাইল হোসেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি (দৈনিক স্বাধীন বাংলার সোনাতলা উপজেলা প্রতিনিধি) মিজানুর রহমান রনি, অর্থ সম্পাদক (দৈনিক প্রত্যাশার সোনাতলা উপজেলা প্রতিনিধি) হারুর অর রশিদ, ক্রিড়া, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পাদক (দৈনিক নয়া দিগন্তর সোনাতলা উপজেলা প্রতিনিধি) মো মিনাজুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য-১ (আমাদের সময়ের সোনাতলা উপজেলা প্রতিনিধি) আব্দুল্লাহ আল মামুন ও কার্য নির্বাহী সদস্য-২ (প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার উপজেলা প্রতিনিধি) আবু ওহাব স্বপন।

সোনাতলা একটি মাত্র প্রেসক্লাবের নির্বাচিত এ কমিটির মেয়াদকাল থাকবে আগামী দুই বছর।

কোন মন্তব্য নেই