শিরোনাম

বগুড়ায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার - Chief TV - চিফ টিভি

বগুড়ায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

শুভজিৎ সরকার, চিফ টিভিঃ

বগুড়ার ধুনট থানাধীন লাংলু এলাকায় গত (৫ই মার্চ) রাত  ৮ টার সময় গোলাম রাব্বানী নামের এক মুরগী ব্যবসায়ীকে পাওনা টাকাকে কেন্দ্র করে হকিস্টিক, রড, ছুরির আঘাতে মৃত্যু নিশ্চিত করে পুকুরে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে ধুনট থানায় ২৩ জনের নামে মামলা করেন নিহতের বাবা ছয়ফল প্রাং।

এই প্রেক্ষিতে, বগুড়া র‍্যাব -১২ এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোলাম রাব্বানী হত্যা মামলার ৪নং আসামি নরসিংদী সদর থানা এলাকায় অবস্থান করছে।

বগুড়া র‍্যাব -১২ ও নরসিংদী র‍্যাব -১১ এর যৌথ অভিযানে গত ১০ই মার্চ রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর এলাকা থেকে রিয়াদ(২৩) গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামি হলেন,বগুড়ার  ধুনট থানাধীন লাংলু গ্রামের মৃত মোত্তেজারের ছেলে রিয়াদ।

আজ বরিবার দুপুর শোয়া একটা সোয়া ১ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন, র‍্যাবে-১২ এর কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আসামীকে প্রাথমিক  জিজ্ঞাসাবাদে সে শিকার করেছে পূর্বশত্রুতা জেরে তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী এ হত্যাকান্ড ঘটিয়েছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানায় পাঠানো হবে।

কোন মন্তব্য নেই